সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের জন্য সামনে আরও বড় পরীক্ষা। সেই পরীক্ষার নাম-পাকিস্তান সফর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ রোববার সকালে লাহোরে পৌঁছেছে জাতীয় দলের প্রথম বহর। কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ নিয়ে শুরু হয়েছে এই সফর, যা দলের জন্য শুধুই একটি সিরিজ নয়, বরং নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি বড় সুযোগ।
এই সফরের জন্য ক্রিকেটারদের ওপর কোনো চাপ প্রয়োগ করেনি বিসিবি। কেউ সফরে যেতে না চাইলে, তাকে ছাড় দেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে নিজেদের অস্বস্তি থাকায় যেমন যাননি তরুণ পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট।
তাদের জায়গা সামলাতে স্কোয়াডে যুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ, যিনি আগে থেকেই পাকিস্তানে ছিলেন পিএসএল খেলতে গিয়ে। তার সঙ্গে আছেন রিশাদ হোসেনও। আর আইপিএল শেষ করে সরাসরি পাকিস্তানে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান।
শুরুতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজের পরিকল্পনা থাকলেও, পিএসএলের সূচি ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে তা কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে। সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যথাক্রমে ২৮ মে, ৩০ মে ও ১ জুন।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল-
লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, মেহেদী মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।
Discussion about this post