ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার সাদা পোশাকের ক্রিকেট। ওয়ানডেতে দল হোয়াইট ওয়াশের পর টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। বৃহস্পতিবার ভোর থেকে হ্যামিল্টনে শুরু হবে টাইগারদের তিন ম্যাচের টেস্ট মিশন। তার আগে অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদদের কিছুটা হলেও চিন্তায় ফেলল মাঠের সবুজ উইকেট। তাদের অপেক্ষায় আছে ঘাসের উইকেট!
এবারের নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশের টপ অর্ডার রান পাচ্ছে না। সঙ্গে দলে নেই টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে নেতৃত্বে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ অবস্থায় উইকেট নিয়ে কোচ স্টিভ রোডস বললেন, ‘হ্যামিল্টনে সবুজ এবং ঘাসের উইকেট আমাদের জন্য অপেক্ষা করছে। স্পোর্টিং উইকেট হবে এটা। সন্দেহ নেই ম্যাচের প্রথমদিনটা বেশ কঠিন হবে। নির্ভর করছে আমাদের ব্যাটসম্যানরা কেমন ব্যাটিং করে। আশায় আছি ব্যাটসম্যানরা যে উইকেটে বেশ সময় কাটাতে পারে। শুধু ব্যাটিং নয় বোলিংয়েও আমাদের ভাল পারফরমেন্স দেখাতে হবে।’
চোটের কারণে মুশফিক রহীমের খেলাও অনিশ্চিত।দল নেই ছন্দে। টাইগার কোচ স্টিভ রোডস বলছিলেন, ‘অনেক সময় কারো ইনজুরি কিন্তু দলের ব্যাটিং গভীরতারও একটা পরীক্ষা নিয়ে ফেলে! মুশফিক না খেললে এই টেস্টে লিটন দাস খেলবে। লিটন জানে তাকে উইকেটকিপিং করতে হবে। ব্যাটিংও করতে হবে মুশফিকের শূন্যস্থানে। নিশ্চয়ই লিটনও চাইবে নিজের সেরাটা দিয়ে প্রমান করতে। এটা তো তার জন্যও একটা ভালো সুযোগ!’
তবে মোহাম্মদ মিথুন মাঠে নামতে পারছেন। রোডস বলেন, ‘মোহাম্মদ মিথুন খেলার জন্য অপেক্ষায়। চোট কাটিয়ে উঠছে সে। তার খেলাটা সমস্যা হবে না। তবে মুশফিকের ব্যাপারে এখনো আমি নিশ্চিত নই। মিঠুন এই সফরে বেশ ভাল ফর্মেও আছে। দুটো ওয়ানডে খেলেছে। দুটোতেই ভাল রান করেছে সে। টেস্ট সিরিজের আগে নেটেও ব্যাটিং অনুশীলন করেছে। খেলার জন্য পুরোপুরি তৈরি মনে হচ্ছে তাকে।’
Discussion about this post