২০০০ সালের ১০ নভেম্বর। বাংলাদেশ ক্রিকেটে সোনার হরফে বাঁধিয়ে রাখার মতো এক তারিখ। এদিন টেস্টের অভিজাত অঙ্গনে পথচলা শুরু হয়েছিল টাইগারদের। তারপর ১৬ বছর কেটে গেল। অনেকটা পথ পেরিয়ে আবারো সেই দিন।
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শীতের সকালে নাইমুর রহমান দূর্জয়ের নেতৃত্বে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ সৌরভ গাঙ্গুলির ভারত। ইতিহাসে দেখা গেল প্রথমবারের মতো দুই বাঙালির টস। শুরু হল নতুন পথ ভূবনে পথচলা।
টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করে ভারতকে চমকে দেয় বাংলাদেশ। আমিনুল ইসলাম বুলবুল ইতিহাস গড়ে করেন ১৪৫ রান। হাবিবুল বাশারের ব্যাটে ৭১ রান। চমকে যাওয়াটাই তো স্বাভাবিক।
এরপর দুর্জয় ও মোহাম্মদ রফিকের স্পিন যাদুতে ৪২৯ রানে অলআউট ভারত। মাত্র ২৯ রানের লিড নেয় সফরকারীরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে টাইগাররা শেষ মাত্র ৯১ রানে। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।
২০০৫ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ।
এরপর গত ১৬ বছরে বাংলাদেশ মাত্র ৯৫টি টেস্ট ম্যাচ খেলেছে। জিতেছে ৮টিতে। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে জয় দলকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। একইসঙ্গে টেস্টে ব্যাক্তিগত অর্জনও আকাশ ছোঁয়া টাইগারদের।
প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলো
প্রতিপক্ষ ম্যাচ জয় হার ড্র
অস্ট্রেলিয়া ৪ ০ ৪ ০
ইংল্যান্ড ১০ ১ ৯ ০
ভারত ৮ ০ ৬ ২
নিউজিল্যান্ড ১১ ০ ৮ ৩
পাকিস্তান ১০ ০ ৯ ১
দক্ষিণ আফ্রিকা ১০ ০ ৮ ২
শ্রীলঙ্কা ১৬ ০ ১৪ ২
ওয়েস্ট ইন্ডিজ ১২ ২ ৮ ২
জিম্বাবুয়ে ১৪ ৫ ৬ ৩
Discussion about this post