খবরটা শুনে রীতিমতো বিস্মিত সবাই। তাসকিন আহমেদ আর আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে হঠাৎ করেই প্রশ্ন উঠল। যখন বাংলাদেশ খেলছে বাছাই পর্বের ম্যাচ ঠিক তখনই এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জন্ম দিল। আইসিসির এমন সিদ্ধান্ত নিয়ে খোদ প্রশ্ন তুললেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ের শোনা যায় এই খবর। আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি জানাল দুই টাইগার বোলার তাসকিন-সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ। টাইগার কোচ জানান, “দেখুন আমাদের দুই বোলারকে নিয়ে সংশয়ের কথা জানিয়েছে আম্পায়াররা। ওদের অ্যাকশন রিপোর্টেড হয়েছে। আইসিসির প্রক্রিয়া মেনেই এখন সিদ্ধান্ত নিতে হবে।”
এমন ঘটনায় সবাই বিস্মিত। হাথুরুসিংহে জানালেন, “এমন একটা খবর আমাদের জন্য বিস্ময়কর। সাম্প্রতিক সময়ে ওরা অনেক ক্রিকেট খেলেছে তখন কোন প্রশ্ন ওঠেনি।
এ অবস্থায় আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে দুই সপ্তাহের ভেতর তাদোর অনুমোদিত কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফল না আসা পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া যাবে। সেক্ষেত্রে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা নেই পেসার তাসকিন এবং স্পিনার আরাফাত সানির।
তবে টাইগার কোচ রীতিমতো এক হাত নিলেন আম্পায়ারদের। বললেন, ”দেখুন তারা আমার বোলারদের নিয়ে সংশয় জানিয়েছে। আর আমার সংশয় আছে তাদের ভূমিকা নিয়ে। বুঝতে পারছি না তারা এ মুহুর্তে কেন এমন সিদ্ধান্ত নিল।”
Discussion about this post