আরাফাত সানি সাময়িক নিষিদ্ধ-এই খবরের রেশ না কাটতেই আরেক দুঃসংবাদ! আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানাল তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনও অবৈধ। তিনিও বিশ্ব ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ।
শনিবার আইসিসি জানায়, অধিকাংশ বল করার সময়ই সানির কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হয়। আর এটি নিয়মবিরুদ্ধ। অন্যদিকে তাসকিনের কিছু বলে ত্রুটি ধরা পড়েছে।
এই নিষেধাজ্ঞার পর সাকলাইন সজীব ও শুভাগত হোমকে দলে নিয়েছে বিসিবি।
আইসিসির রেগুলেশনের ৬.১ আর্টিকেল অনুযায়ী- তাসকিন এবং সানি ত্রুটিমুক্ত হওয়ার আগে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অযোগ্য বিবেচিত হবেন। অবশ্য বিসিবির বিশেষ অনুমতি নিয়ে চাইলে ঘরোয়া ক্রিকেটে বোর্ড আয়োজিত টুর্নামেন্টে খেলতে পারবেন তারা।
নিয়ম অনুযায়ী, বিসিবির অধীনে বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করার কাজ করে আবারও পরীক্ষার মুখোমুখি হতে হবে তাসকিন ও সানিকে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের দুই আম্পায়ার। আইসিসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়, সাত দিনের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাসকিন ও সানিকে। ১২ মার্চ চেন্নাই বিশ্ববিদ্যালয়ে বায়োমেকানিক্যাল সেন্টারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন।
Discussion about this post