অবশেষে বোলিং অ্যাকশন শুধরানোর পরীক্ষা দিলেন তাসকিন আহমেদ এবং আরাফাত সানি। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হল সেই পরীক্ষা। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ তাসকিন ও সানি এখন অপেক্ষা করছেন ফলাফলের জন্য। বৃহস্পতিবার সকালে ফেসবুকে অ্যাকশন পরীক্ষা শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডানহাতি পেসার তাসকিন। দুই সপ্তাহর মধ্যে ফল হাতে পাওয়ার কথা।
জানা গেল তাসকিন-সানি দুজনই সেখানে একদিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন ব্রিসবেনে। তাদের সঙ্গে আছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগের রাতে দুই শিষ্যকে নিয়ে ডিনার করেন তিনি।
বৃহস্পতিবার পরীক্ষা একটি ছবি তুলে সেটি ফেসবুকে পোস্ট করেন তাসকিন। তিনি লেখেন, ‘পরীক্ষা শেষ। এখন কেবল ফলাফলের অপেক্ষা। সবাই দোয়া করবেন।’
বলা দরকার, চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর চলাকালে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের দুই বোলার পেসার তাসকিন ও স্পিনার সানি। তারপর থেকেই বোলিং অ্যাকশন শোধরাতে দেশীয় কোচের অধীনে কাজ করেন তারা। আইসিসির অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষায় বৈধতা প্রমাণিত হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি পাবেন তাসকিন-সানি।
Discussion about this post