বিসিবির সবুজ সংকেত পেয়ে গেছেন। বোলিং অ্যাকশনে যেটুকু দুর্বলতা ছিল তা কেটে গেছে তাসকিন আহমেদের। তাইতো এই টাইগার পেসার আইসিসির কাছে পরীক্ষা দিতে প্রস্তুত। এ অবস্থায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছেন তাসকিন। দু’দিন পর ব্রিসবেনের অ্যাকশন পরীক্ষাগারে বোলিংয়ের শুদ্ধতা যাচাইয়ের পরীক্ষা দেবেন তিনি।
তার সঙ্গে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা আছে আরাফাত সানিরও। তবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। শনিবারবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়ার শেষে তাসকিনের বর্তমান যে অবস্থা তাতে আশা করছি এ যাত্রায় সে ভালোভাবেই পাশ করবে। আগামী মাসের প্রথম সপ্তাহে তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সম্ভবত ৫-৬ তারিখে। সবকিছু ঠিক থাকলে হয়তো ৮ তারিখ পরীক্ষা দেবে।’
বলা দরকার, চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর চলাকালেই অবৈধ বোলিং অ্যাকশনের ফাঁদে পড়েন তাসকিন-সানি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন বাংলাদেশের দুই বোলার। পুনর্বাসন প্রক্রিয়া শেষে এখন আইসিসির অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিতে হচ্ছে তাদের।
Discussion about this post