তানজিদ তামিম চলমান বিপিএলে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলছেন। তার দল ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকলেও, তানজিদের পারফরম্যান্স আলো ছড়াচ্ছে। ১০ ম্যাচে ৪৬.৬৬ গড় ও ১৪৩.৮৩ স্ট্রাইকরেটে ৪২০ রান করেছেন তিনি। তার সংগ্রহে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি।
আজ বুধবার চট্টগ্রামে চিটাগাং কিংসের বিপক্ষে ঢাকার ৮ উইকেটের জয়ের দিনে ৫৪ বলে ৯০ রানের অসাধারণ ইনিংস খেলেন তানজিদ। ইনিংসে তিনটি চার ও সাতটি ছয়ের সাহায্যে তিনি বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন। ১০ ম্যাচে তার ছয়ের সংখ্যা এখন ২৯টি, যা ভেঙে দিয়েছে তাওহিদ হৃদয়ের গড়া ২৪ ছক্কার রেকর্ড।
বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনো ক্রিস গেইলের দখলে। ২০১৭-১৮ আসরে ৪৭টি ছক্কা মেরে এই রেকর্ড গড়েন গেইল। তানজিদের সামনে এই রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও তা বেশ চ্যালেঞ্জিং হবে।
এদিকে, ঢাকার সামনে এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ আছে। তবে বাকি দুই ম্যাচে জয়লাভের পাশাপাশি অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। ঢাকা ক্যাপিটালস এই আসরে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে এবং পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ।
তানজিদ তামিমের এই দুর্দান্ত ফর্ম ঢাকার জন্য আশার আলো হয়ে উঠেছে। তবে দলের সামগ্রিক পারফরম্যান্স উন্নত না হলে তার এই অসাধারণ ব্যক্তিগত অর্জন ঢাকার সাফল্যের গল্পে রূপ নিতে পারবে না।
Discussion about this post