তিনিই যে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল! ব্যাটে হাতে জঢ় তোলা তামিম ইকবাল গড়লেন নতুন এক ইতিহাস। টেস্ট-ওয়ানডের পর টি-টুয়েন্টিতেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হলেন এই ওপেনার।
এইতো গত শুক্রবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলার পথে এই ইতিহাস গড়েন তামিম। ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।
এমনিতে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে শীর্ষে থাকা সাকিব আল হাসানের চেয়ে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ছিলেন তামিম। সেই ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলে সাকিবকে ছাড়িয়ে যান তিনি। এখন তিন ফরম্যাটেই শীর্ষে চট্টগ্রামের এই ক্রিকেটার।
এমনিতে ৪৯ ম্যাচে ২২.৭৭ গড়ে ৯৭৯ রান করেছেন সাকিব। ৪৮ ম্যাচে ২২.৪৮ গড়ে ৯৮৯ রান তামিমের। স্ট্রাইক রেট ১১২.২৬।
ওয়ানডে ও টেস্টে আগেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তামিম। ৪২ টেস্টে ৩৯.৪৭ গড়ে ৩ হাজার ১১৮ রান করেছেন। ১৫৩টি ওয়ানডেতে ৩১.৩৬ গড়ে ৪ হাজার ৭১৭ রান করেছেন তিনি। টেস্টে সাকিবের রান ২৮২৩ এবং ওয়ানডেতে ৪,৩৯৮।
এদিকে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি- তিন ধরনের ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড তামিমের। টেস্টে ২০৬, ওয়ানডেতে ১৫৪ ও টি-টুয়েন্টিতে ৮৮*!
Discussion about this post