গুলশান ট্র্যাজেডিতে শোকাহত দেশের ক্রিকেটাঙ্গন। ফেসবুক-টুইটারে টাইগাররা জানাচ্ছেন তাদের শোকগাঁথা। রাজধানীর হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় স্তম্ভিত মাশরাফি-তামিমরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নিজেদের অনুভূতির কথা জানালেন।
আলোচিত সেই সন্ত্রাসী হামলার ঘটনায় ছয় হামলাকারীসহ ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। টুইটারে তামিম ইকবাল এনিয়ে লিখলেন, ‘গুলশানে যেটা হলো সেটা বাংলাদেশের আসল চেহারা না। এটা এমন দেশ যেখানে হিন্দু বন্ধুর সামনে গরু খায় না মুসলমানরা। এটা এমন দেশ যেখানে রমজান মাসে মুসলমান বন্ধুর সামনে কিছুই পান করে না কোনো না অন্য ধর্মের মানুষ।’ তামিম আরো লিখলেন, ‘আল্লাহ আমার দেশ ও ঘরকে শান্তিতে রাখুন।’
মুশফিকুর রহিম ফেসবুকে নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হ্যাশট্যাগ দিয়ে লেখেছেন, ‘প্রে ফর বাংলাদেশ’ বা বাংলাদেশের জন্য প্রার্থনা।
টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুকে তার প্রোফাইল ছবি পরিবর্তন করেন। নাসির হোসেন, মাহামুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হকও এমন হত্যাযজ্ঞে শোকাহত।
এদিকে গুলশান হামলার জেরে বাংলাদেশ সফর নিয়ে নতুন করে ভাবতে শুরু করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত শুক্র ও শনিবারের এই হামলার ভয়াবহতার কারণে ইংল্যান্ডের বাংলাদেশ সফর প্রশ্নের মুখে পড়েছে। দলটি আসবে কীনা এনিয়ে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শঙ্কা পড়ে গেল। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখার কথা ইংল্যান্ডের।
Discussion about this post