কেবারে সহজ এক সমীকরণ সামনে নিয়ে ওমানের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জিতলেই বিশ্বকাপের আসল লড়াইয়ের খেলার টিকিট। অবশ্য বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেও টাইগাররা উঠে যেতো টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে। সেই লড়াইয়ে বৃষ্টি বাগড়া বাধালেও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়ল দল। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওমানকে ৫৪ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেন-এ উঠে গেল বাংলাদেশ।
রোববার ভারতের ধর্মশালায় প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে ১৮০ রান। তামিম ইকবালের ব্যাটে অপরাজিত ১০৩। বৃষ্টির দুই দফা বাগড়ায় ওমানের লক্ষ্য দুইবার কমে শেষ পর্যন্ত হয় ১২ ওভারে ১২০। ওমান শেষ পর্যন্ত করে ৯ উইকেটে ৬৫। টাইগাররা এমন জয়ে বুঝিয়ে দিল এবার তাদের বাছাই পর্বে রেখে ঠিক করেনি আইসিসি।
ম্যাচটা অবশ্য তামিমময় হয়ে থাকে। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন শতরান। ম্যাচ শেষে তামিম বললেন, “দেখুন নিজের রেকর্ড এমন উচ্চতায় নিয়ে যেতে চাই যেন কেউ সহজে ভাঙতে না পারে। অবশ্য রেকর্ড একদিন ভাঙবেই। তবে আমি এমন রেকর্ড গড়ে যেতে চাই যেন একজনের এই রেকর্ড ভাঙতে অনেক কষ্ট করতে হয়।”
রোববার ভারতের ধর্মশালায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামার আগে টি-টুয়েন্টিতে তার রান ছিল ৯৮৯।
এরপর চটজলদি হাজার রানের মাইলফলক পেরিয়ে যান। শেষ পর্যন্ত ৬১ বলে খেলেছেন অপরাজিত ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে গড়েন আরো এক ইতিহাস। অবশেষে টি-টুয়েন্টি এলো টাইগার ব্যাটসম্যানদের সেঞ্চুরি। তামিমের ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।
এর আগেই অবশ্য টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে দেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন তামিম।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলে যাচ্ছেন তামিম। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭। এবার ১০৩। বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগেই সংগ্রহ ২৩৩ রান।
সময় এখন তামিমের। রোববারের ইনিংসটি তামিম উৎসর্গ করলেন তার ছেলেকে। গত মাসেই যে দেখেছে পৃথীবির আলো।
Discussion about this post