সবকিছু ঠিক থাকলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠ মাতাতে পারেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার। এরইমধ্যে জানা গেছে কলকাতা নাইট রাইডার্সেই থাকছেন সাকিব আল হাসান। তাকে রেখে দিয়েছে শাহরুখ খানের দল।
আবার বাংলাদেশ ক্রিকেটের তরুন তুর্কী মুস্তাফিজুর রহমানও থাকছেন আইপিএলের নিলামে। নবম আসরে এই পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ লাখ টাকার বেশি।
এবার মুস্তাফিজের পাশাপাশি তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও সৌম্য সরকারেরও মূল্য নির্ধারণ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। জানা গেছে
মুস্তাফিজের মতো তামিমেরও ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।
তাসকিন ও সৌম্যর ভিত্তিমূল্য তাদের চেয়ে কম। তাদের ভিত্তিমূল্য করা হয়েছে ৩০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৫ লাখ টাকার মতো।
জানা গেছে প্রাথমিকভাবে ৭১৪ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে ভারতীয় বোর্ড।
৬ ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে নিলাম অনুষ্ঠানে জানা যাবে তামিম-মুস্তাফিজের আইপিএল ভাগ্য। এর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে সবুজ সংকেত দিয়ে রেখেছে।
Discussion about this post