এবার পাকিস্তানিদেরও মন জয় করে নিলেন তিনি। ব্যাটে ঝড় তুলে জনপ্রিয়তাকেও বাড়িয়ে নিলেন তামিম ইকবাল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে দারুণ খেলছেন বাংলাদেশের এই ওপেনার। শহিদ আফ্রিদির দল পেশোয়ার জালমির হয়ে খেলছেন তিনি। এরইমধ্যে দুটো ম্যাচে সেরাও হয়েছেন তামিম।
এখন পর্যন্ত দলের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহকও তিনি। আবার টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী এই তারকা ক্রিকেটার। তাইতো সংযুক্ত আরব আমিরাতে আলোচনার কেন্দ্রে থাকছেন তিনি। দশর্কদেরও আগ্রহের জায়গায় তামিম।
পিএসএলে৬ ম্যাচ খেলে ৩টি হাফ সেঞ্চুরির সাহায্যে ২৬৭ রান করেছেন তামিম ইকবাল।
এইতো এবার তিনি মন জয় করে নিলেন পিঅধিনায়ক আফ্রিদির দুই কন্যার। আফ্রিদির চার মেয়ে। তাদের দু’জন আনসা আফ্রিদি ও আকসা আফ্রিদি সেদিন সুযোগ পেয়েই তামিমের সঙ্গে ছবি তুললেন। কথা বললেন।
Discussion about this post