দেশের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই তাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল কল্পনাই করা যায় না! টাইগারদের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে সেঞ্চুরি করার অনন্য কীর্তি রয়েছে তার দখলে। তিন ফরম্যাটের ক্রিকেটেই টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রাহকও তামিম ইকবাল। মঙ্গলবার আরেকটি রেকর্ড গড়লেন এই ওপেনিং ব্যাটসম্যান।
‘লিস্ট-এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েছেন তামিম। ১৮৮ লিস্ট-এ ম্যাচে তামিমের রান সংখ্যা ৬০১৭ রান। ৮ সেঞ্চুরি ও ৪১ ফিফটির সঙ্গে ক্যারিয়ার সর্বোচ্চ রান ১৫৪। আর টেস্টে সর্বোচ্চ ২০৬-এর সঙ্গে ৩১১৮ রান তার। ওয়ানডেতে সেখানে সর্বোচ্চ ১৫৪-এর সঙ্গে ৪৭১৩ এবং টি-টুয়েন্টিতে অপরাজিত ১০৩ সঙ্গী করে ১১৫৪ রান।
লিস্ট-এ ম্যাচে সর্বোচ্চ রানের দিক দিয়ে তামিমের পরই আছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ২১৬ ম্যাচে তার রান সংখ্যা ৫৯০৩। ১৯৩ ম্যাচে ৫২৭৬ রান নিয়ে তিনে আছেন সাকিব আল হাসান।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামে আবাহনী লিমিটেড। ২৭৬ রানের লড়াকু সংগ্রহ গড়ে তারা। তবে বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস আর শুরু করা সম্ভব হয়নি। বুধবার ২৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নামবে গাজী।
রিজার্ভ ডে-তে গড়িয়েছে মোহামেডান-প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচও। তবে প্রাইম দোলেশ্বর অনায়াসে হারাল কলাবাগান ক্রিকেট একাডেমিকে। দোলেশ্বরের ২৮৭ রানের জবাবে একাডেমি ২১ ওভারে ৪ উইকেটে ৯৮ তোলার পর বৃষ্টিতে বন্ধ হয় ম্যাচ। ডাকওয়ার্থ-লুইস ম্যাথডে দোলেশ্বরের জয় ৪৯ রানে।
Discussion about this post