মনে হচ্ছিল টি-টুয়েন্টিতে বুঝি বুধবারই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে যাচ্ছে বাংলাদেশের কোন ব্যাটসম্যান। তামিম ইকবাল সেই পথেই ছিলেন। কিন্তু শেষদিকে এসে ঠিকঠাক স্ট্রাইক পেলেন না! তাইতো ৮৩ রানে থেমে যেতে হল তাকে। সেঞ্চুরির সঙ্গে সাকিব আল হাসানকে টপকাতে পারলেন না তামিম।
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটসম্যানদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল সাকিবের ৮৪। এক রানের জন্য বন্ধুকে ছুঁতে পারলেন না তামিম।
টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেন করতে নেমে ৫৮ বলে ৮৩ রানে অপরাজিত ছিলেন তিনি। অবশ্য বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ২০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক তিনিই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালের ১০ ডিসেম্বর করেন ৮৮ রান।
তবে দুঃখ ঘুচে গেছে তামিমের। চারবছর পর টি-টুয়েন্টিতে হাফসেঞ্চুরি পেলেন তামিম। ম্যাচশেষে এই হার্ডহিটার ব্যাটসম্যান জানালেন, ‘আত্মবিশ্বাস থেকেই এই সাফল্য।’
Discussion about this post