এইতো গেল রোববার সুখবরটি পেয়েছেন তিনি। পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। এরপরই দেশের হয়ে খেলতে ব্যাংকক থেকে চলে এসেছেন ঢাকায়। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ন মাঠে দেখা গেল তাকে। অথচ এই টুর্নামেন্টে খেলার কথা ছিল না তার। ইনজুরিতে পড়া মুস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন তিনি।
তার আগে জুনিয়র তামিমের নামটাও মিডিয়াকে জানিয়ে দিলেন এই ড্যাশিং ওপেনার।
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলনের সময় বাঁহাতি এই ওপেনার বললেন তার ছেলের নাম- আরহাম ইকবাল খান। চট্টগ্রামের খান পরিবারের এই ক্রিকেটারের বাবা’র নাম ছিল ইকবাল খান।
জানা গেছে তামিম দেশে ফিরে আসলেও ব্যাংককে রয়ে গেছেন তার স্ত্রী এবং নবজাতক সন্তান। ধারণা করা হচ্ছে তিন সপ্তাহ পর সন্তানসহ দেশে ফিরতে পারেন তার স্ত্রী আয়েশা।
Discussion about this post