ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপে প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। সেমি-ফাইনালের স্বপ্ন নিয়ে খেলতে গেলেও দল ফেরে রাউন্ড রবিন লিগ শেষেই। সেই ধাক্কা সামলে উঠতে সামনে নতুন মিশন। শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সফরেই শনিবার দেশ ছাড়ে টাইগার ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে আশাবাদী কথাই শোনালেন তামিম ইকবাল। তিনিই নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকে।
শুক্রবার আগের রাতে ইনজুরিতে ছিটকে যান মাশরাফি বিন মর্তুজা। তার বদলে দলে নেতৃত্বে এসেছেন তামিম ইকবাল। অধিনায়ক মাশরাফির সঙ্গে চোটে দল থেকে আউট অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এই দুই ক্রিকেটারের বদলে দলে ডাক পেয়েছেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।
চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ ও ভারতে মিনি রঞ্জিতে খেলার কারণে ১৪ জনের দলের মধ্যে ৭ জন যাচ্ছেন পরে। গতকাল দেশ ছাড়েন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুস্তাফিজুর রহমান।
ঢাকা ছাড়ার আগে তামিম জানালেন, তিনটি ম্যাচ চ্যালেঞ্জিং হবে। কারণ দলে মাশরাফির পাশাপাশি নেই সাকিব আল হাসানও। বিশ্বকাপে ব্যাট-বলে ঝড় তোলার পর থেকেই ছুটিতে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ অবস্থায় তামিম গতকাল বলেন, ‘সিরিজটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দলের প্রমাণ করার অনেক কিছু রয়েছে। চোট ও অন্যান্য শ্রীলঙ্কা তাদের পরিচিত কন্ডিশনে অনেক শক্তিশালী দল। তবে এর আগের সিরিজগুলোতে আমরা ওদের মাঠে অনেক ভালো করেছি। এবারও ভালো না করার কোনো কারণ দেখি না।’
এখানেই শেষ নয়, বাংলাদেশ অধিনায়ক আরো জানালেন, ‘দলে যারা আছে তারা যদি দুই হাতে সুযোগটি লুফে নেয়, তাহলে সেটা বাংলাদেশ দলের পাশাপাশি তাদের জন্যও ভালো হবে। তাছাড়া আমি যে ধরনের আশা করেছিলাম খেলার সে ধরনের খেলা বিশ্বকাপে খেলতে পারিনি। এখন সামনে নতুন চ্যালেঞ্জ। আমি সামনের কথা মাথায় নিয়ে এগোচ্ছি। ইতিবাচক দিক খুঁজে নেয়ার চেষ্টা করছি। আশা করছি ভালো কিছু হবে।’
আফগানিস্তানের ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলে শ্রীলঙ্কা যাবেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা। ভারত থেকে শ্রীলঙ্কায় যোগ দেবেন- তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। রোববার যাওয়ার কথা রুবেল হোসেনের।
আগামী ২৩ জুলাই খেলবে একটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ দল। তারপর ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিকদের সঙ্গে তিনটি ওয়ানডে খেলে দেশে ফিরবে তামিম ইকবালের দর।
বাংলাদেশ দল-
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয়।
Discussion about this post