তিনিই যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার সেটা বারবারই প্রমাণ দিয়ে যাচ্ছেন। একের পর এক দেশের হয়ে ব্যাটিংয়ের সবগুলো রেকর্ডই নিজের করে নিচ্ছেন তামিম ইকবাল। রোববার আরো একটি রেকর্ড গড়লেন। বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন।
টাইগারদের পক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি দুটো রেকর্ডই তামিমের। রানের দিক থেকে তারপরই সাকিব আল হাসান (৮ হাজার ৩২৪ রান)। মুশফিক ৭২৭৩।
সেই ল্যান্ডমার্ক থেকে মাত্র ১৫ রান দূরে ছিলেন তামিম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুতেই সেই সেই পথটা পাড়ি দিলেন এই ওপেনার। তাতেই প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রান হয়ে গেল তামিমের। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি তিনটি ফরম্যাট মিলিয়ে এই রান করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৮৯তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজারের মাইলফলক পেরোলেন তামিম। এই তালিকায় শীর্ষে আছে কিংবদন্তি শচীন টেন্ডুলকার (৩৪৩৫৭ রান)। এরপরই ২৮ হাজার ১৬ রান নিয়ে কুমার সাঙ্গাকারা। পরের তিনজন- রিকি পন্টিং (২৭৪৮৩), মাহেলা জয়াবর্ধনে (২৫৯৫৭) ও জ্যাক ক্যালিস (২৫৫৩৪)।
আফগানদের বিপক্ষে রোববার মিরপুরের হোম অব ক্রিকেটে শেষ পর্যন্ত ৮০ রান করে সাজঘরের পথ ধরেন তামিম।
Discussion about this post