তিনি যে দেশসেরা ব্যাটসম্যান সেটা পরিসংখ্যানই বলে দেয়। টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই দেশের সবচেয়ে বেশি রান তামিম ইকবালের ব্যাটে। সেই মারকুটে ওপেনার আরো বড় ব্যাট হাতে রাজত্ব করলেন। আফগানিস্তানের বিপক্ষে তুলে নিলেন দুর্দান্ত এক শতরান। ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরিটি থামল ১১৮-তে।
অলিখিত এই ফাইনালে অবশ্য ব্যাট হাতে ১ রানে ফিরে যেতে পারতেন তামিম। কিন্তু প্রান ফিরে পেয়ে আর পেছনে তাকানি।
শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে সাব্বির রহমানকে নিয়ে ১৪৮ বলে ১৪০ রানের দুর্দান্ত জুটি গড়েন বাংলাদেশের এই ওপেনার। দৌলত জাদরানের করা ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। ১১০ বলে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করতে ১০টি চার হাঁকান তামিম।
সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে করেছিলেন ৮০ রান। দ্বিতীয় ম্যাচে তার ব্যাটে ২০ রান।
সব মিলিয়ে ব্যাট হাতে সিরিজটা বেশ স্মরণীয় হয়েই থাকল তামিমের। তবে আসল পরীক্ষা আসছে সপ্তাহে। তখন লড়তে হবে শক্তিশালী ইংল্যান্ডের সঙ্গে। সেই লড়াইয়ের আগে অনুশীলনটা দারুণ হল।
Discussion about this post