লুইস সুয়ারেজ ম্যাজিক দেখা মিলল আরো একবার। তাতেই পুড়ে ছাড়খার গ্রানাদা। সুয়ারেসের হ্যাটট্রিকে ৩-০ গোলে দলটিকে হারিয়ে স্প্যানিশ লা লিগার ট্রফি ধরে রাখল বার্সা। ট্রফি থাকল কাতালানদের।
তাইতো শনিবারের আরেক ম্যাচে ডিপোর্টিভো লা করুনাকে ২-০ গোলে হারিয়েও স্বপ্ন ভাঙ্গল রিয়াল মাদ্রিদের। বার্সেলোনার ১ পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হয়েছে তারা।
এবারের লা লিগায় রীতিমতো রেকর্ড গড়লেন সুয়ারেজ। আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি। করেছেন ৪০ গোল। পিচিচি ট্রফি জয়ে রোনালদোকে (৩৫টি গোল) হারিয়ে দিলেন উরুগুয়ের এই তারকা। বলা দরকার, ২০০৯ সালের পর মেসি ও রোনালদোর বাইরে অন্য কেউ এই পুরস্কারটি পাননি। ২০০৯-১০ থেকে গত মৌসুম পর্যন্ত মোট তিনবার করে পুরস্কারটি জেতেন এই মেসি-রোনালদো। এবার তাদের টপকে গেলেন সুয়ারেজ।
অন্যদিকে ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জয়ও নিশ্চিত করে ফেললেন সুয়ারেজ। ২০০৯ সালের পর মেসি ও রোনালদোর পর প্রথম খেলোয়াড় হিসেবে এককভাবে গোল্ডেন বুট জিতলেন সুয়ারেজ।
Discussion about this post