বড় ইনিংস খেলা হচ্ছে না, কিন্তু তিনি ফর্মে নেই এ কথা বলার সুযোগ কোথায়? কার্যকরী কিছু ছোট্ট ইনিংস খেললেও সন্তুষ্ট নন তিনি। তাইতো সৌম্য সরকার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) ব্যাট হাতে ঝড় তুলতে তৈরি। এ জন্য কঠোর অনুশীলন করে যাচ্ছেন এই ওপেনার।
সৌম্য বৃহস্পতিবার মিডিয়াকে বললেন, ‘দেখুন দলের প্রত্যাশার কথা মাথায় রাখছি। গত কিছুদিন বেশ পরিশ্রম করেছি। প্রথম লক্ষ্য থাকবে মাঠে পরিশ্রমটার প্রকাশ ঘটানোর।’ এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি দল সাজানো লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন সৌম্য। দলটির সবচেয়ে বড় তারকাও তিনি।
সৌম্য সতীর্থ হিসেবে পেয়েছেন ঘরোয়া ও জাতীয় দলের সম্ভাবনাময় থেকে অভিজ্ঞ অনেককেই। টাইগার এই তারকার লক্ষ্যে থাকছে উইকেট ছুঁড়ে না আসার দৃঢ়প্রতিজ্ঞাও। আর এসবকিছুই ঠিকঠাক করতে পারলে বিনিময়ে ব্যাটে আবারো রান ফোয়ারা ছুটবে। তাতে রূপগঞ্জের পাশাপাশি স্বস্তি মিলবে জাতীয় দল নির্বাচকদেরও। যদিও এখনো তারা সৌম্যর ওপর ভরসা হারাননি। সৌম্য সেই ভরসায় কোন কিন্তু যোগ হওয়ার আগেই ঘুরে দাঁড়াতে চান।
ডিপিএলে রোববার মাঠে নামবে সৌম্যর দল লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রতিপক্ষ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ম্যাচটি হবে বিকেএসপির ৩ নম্বর মাঠে।
Discussion about this post