ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাকে সমালোচনার অন্ত ছিল না। ব্যাটে রান নেই তারপরও দলে জায়গা পেয়ে যাচ্ছিলেন সৌম্য সরকার। সেই সমালোচনা নীরবে সয়ে এবার ব্যাট হাতে জবাব দিয়েছেন তিনি। হ্যামিল্টন টেস্টে দুর্দান্ত এক শতরানে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শতরান করে রোববার রেকর্ড বইয়ে তামিম ইকবালের পাশে এখন সৌম্য।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন যৌথভাবে তামিম-সৌম্যর। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন ৯৪ বলে সেঞ্চুরিতে অগ্রজকে ছুঁয়ে ফেললেন সৌম্য। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ৯৪ বলে শতরান করে রেকর্ড গড়েন তিনি।
রোববার কিউইদের বিপক্ষে সৌম্য দিন শুরু করেন ৫১ বলে ৩৯ রানে। এরপর ফিফটি স্পর্শ করেন ৬০ বলে। পরের ফিফটিতে খেলেন মাত্র ৩৪ বল। আক্রমনাত্মক ক্রিকেট খেলে গেছেন তিনি।
সেঞ্চুরির পরও সৌম্য দারুণ লড়ে যাচ্ছিলেন। ১৭১ বলে ১৪৯ করে ফেরেন সাজঘরে।
বাংলাদেশের পক্ষে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি মুমিনুল হকের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে চট্টগ্রামে সেঞ্চুরি করেন ৯৮ বলে। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে থামেন ১৮১ রানে।
অবশ্য দ্রুততম টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ব্রেন্ডন ম্যাককালামের। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার সেঞ্চুরি করেন ৫৪ বলে। সেই ম্যাচে ৭৯ বলে তিনি করেন ১৪৫ রান।
Discussion about this post