টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে এরইমধ্যে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। হাতে এখন অফুরন্ত অবসর। তাইতো ছুটিতে বেরিয়ে পড়লেন সবাই। নিজের মতো করে সময় কাটাচ্ছেন টাইগাররা।
এইতো তারকা ক্রিকেটার সাকিব আল হাসান স্ত্রীকে নিয়ে চলে গেছেন নয়নাভিরাম কক্সবাজারের সমুদ্রসৈকতে। সেখানেই উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সময় কাটছে বিশ্বসেরা এই ক্রিকেটারের। আনন্দে সময় কাটানোর তেমনি একটা ছবি মঙ্গলবার ফেসবুকে দিয়েছেন সাকিব। স্ত্রী শিশিরও একটি ছবি পোস্ট করেছেন। যেখানে হাসিখুশি এই তারকা দম্পতিতে দেখা যাচ্ছে।
অবশ্য বেশিদিন ছুটি কাটাতে পারছেন না সাকিব। ৯ এপ্রিল শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেখানে তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
এদিকে ছুটি পেয়ে মুস্তাফিজুর রহমান ছুটে গেছেন নাড়ির টানে। সাতক্ষীরায় গ্রামের বাড়িতে বন্ধুদের সঙ্গে নিয়ে কাটছে দারুণ সময়। আবার সাব্বির রহমান রান্না-বান্না নিয়ে ব্যস্ত। রাঁধতে আরো বেশি পটু হয়ে উঠতে চান এই মারুকুটে ব্যাটসম্যান। মঙ্গলবার বৃষ্টিমুখর দিনে খিচুড়ি রান্না করলেন তিনি!
Discussion about this post