বাংলাদেশে চেনা দর্শকদের সামনেই এমন একটা রেকর্ড স্পর্শের হাতছানি ছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেই ইর্ষনীয় রেকর্ড ছোঁয়া হয়নি তার। টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সুযোগ হাতছাড়া সাকিব আল হাসানের। কিন্তু সুপার টেনের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে পেরিয়ে গেলেন সেই মাইলফলক। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে হাজার রান ও ৫০ উইকেটের অনন্য ডাবলসের রেকর্ড গড়েন দেশসেরা এই ক্রিকেটার।
কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার পাকিস্তানের বিপক্ষে ব্যক্তিগত ৪ রান করার পরই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শহিদ আফ্রিদির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে হাজার রান ও ৫০ উইকেটের অনন্য ডাবলসের রেকর্ড গড়েন সাকিব।
৬৯তম ম্যাচে একহাজার রান ও ৫০ উইকেটের ডাবলস পূর্ণ করেন পাকিস্তানি অধিনায়ক আফ্রিদি। সাকিব মাত্র ৫১ ম্যাচ খেলেই ছুঁয়ে ফেললেন তাকে। ৫১ ম্যাচ শেষে আপাতত তার সংগ্রহ ১০০৭ রান। উইকেটসংখ্যা ৬১।
Discussion about this post