সাকিব বন্দনায় মেতেছে কলকাতা নাইট রাইডার্স। অবশ্য বাংলাদেশের এই অলরাউন্ডারই যে তাদের সেরা তারকা। তাইতো এর আগেই সাকিবকে কেকেআরের ‘মেরুদণ্ড’ বলল ক্লাবটির অফিসিয়াল টুইটার পেজ। ভক্তরাও তাতে বেশ সায় দিলেন।
সেই ২০১১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলছেন টাইগার অলরাউন্ডার। এরপর তাকে হাতছাড়া করে নি শাহরুখ খানের দল। আসছে আইপিএলের নবম আসরেরও তিনি খেলবেন বলিউড বাদশাহর দলে।
তাইতো তার অবদানটাও মেনে নিল কেকেআর। তাদের টুইটার পেজে টুইটে লেখা হল, ‘তিনি (সাকিব আল হাসান) কলকাতার দুর্দান্ত ক্রিকেটার এবং নাইটদের মেরুদণ্ড।’ আসলেই তাই। মেরুদন্ড ছাড়া সবাই অচল। সাকিবকে ছাড়াও অচল কেকেআর।
এমন স্বীকৃতি দেওয়ার কারণটাও সংগত। এখন পর্যন্ত ৩২ ম্যাচে ২১.২৭ গড়ে ৩৮৩ রান করেছেন সাকিব। নিয়েছেন ৩৮ উইকেট। টাইগারদের ট্রফি জয়েও ছিল সাকিবের বড় ভূমিকা।
এবারের আইপিএল শুরু হবে ৮ এপ্রিল। ২৯ মে ফাইনাল দিয়ে শেষ নবম আসর।
Discussion about this post