তিনিই বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা। আবার আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে আলাদা একটা অবস্থান গড়ে নিয়েছেন তিনি। তাইতো টি-টুয়েন্টি লিগগুলোতে সাকিব আল হাসানকে নিয়ে চলে রীতিমতো কাড়াকাড়ি। এইতো দিন কয়েক আগে তেমনটাই দেখা গেল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তৃতীয় সর্বোচ্চ মূল্য ১ লাখ ১০ হাজার ডলারে তাকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াস।
সব মিলিয়ে সময়টা বেশ কাটছে সাকিবের। এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগ নিয়ে। সামনেই আছেন আইপিএল। জানা গেল গোটা মৌসুমে চারটি দেশের টি-টুয়েন্টি লিগে খেলবেন সাকিব। যা থেকে আয় হবে ৭ লাখ ১২ হাজার ডলার।
আর সেই ডলার বাংলাদেশি মুদ্রায় দাড়ায় ৫ কোটি ৫৬ লাখ টাকা। আয়ের অংকে অনেক আগেই বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার হয়েছেন সাকিব।
জানা গেছে ২০১৬ সালের আইপিএল খেলে কলকাতা নাইট রাইডার্স থেকে সাকিব পাবেন ২ কোটি ৮০ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ২৪ লাখ টাকা।
পাকিস্তাস সুপার লিগে (পিএসএল) করাচি কিংস তাকে দিচ্ছে ১ লাখ ৪০ হাজার ডলারে। যা কীনা ১ কোটি ১০ লাখ টাকা প্রায়। আবার ঘরোয়া টি-টুয়েন্টি লিগে সর্বশেষ রংপুর রাইডার্সে খেলেছিলেন সাকিব। এখানে তিনি ৩৫ লাখ টাকা পেয়েছেন।
Discussion about this post