এবার জ্যামাইকা তালাওয়াসে খেলবেন এবার সাকিব আল হাসান। সিপিএলের খেলোয়াড় ড্রাফটে ১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে নিয়েছে দলটি। এই লিগ খেলতে তিনি দেশ ছাড়বেন ২৬ জুন।
এর আগে ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে সাকিব খেলেছিলেন বারবাডোজের ট্রাইডেন্টসের হয়ে। মাঝে বোর্ডের অনুমতি না মেলায় খেলা হয়নি। তবে এবার নিয়মের মধ্যে হেটেছেন তিনি। অনাপত্তিপত্রের জন্য বিসিবির কাছে আবেদন করেন সাকিব। এরই মধ্যে অনুমতি মিলেছে। ২৬ জুন এমিরেটসের একটি ফ্লাইটে রাত ৮টায় ঢাকা থেকে ক্যারিবীয় দ্বীপে উড়াল দেবেন এই তারকা ক্রিকেটার।
জ্যামাইকার দলটিতে সাকিব তৃতীয় সর্বোচ্চ মূল্যমানের ক্রিকেটার।
বলা দরকার, সিপিএলের চতুর্থ আসরটি শুরু হবে আগামী ২৯ জুন।
বিশ্বসেরা যখন হয়েছেনই তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে টুর্নামেন্ট খেলতে সাকিব আল হাসানের ডাক তো পড়বেই। ব্যস্ততার কারণে হয়তো সব জায়গায় খেলা হয় না এই অলরাউন্ডারের। তবে অন্য কোনো ব্যস্ততা না থাকায় এবার তিনি খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।
আগামী ২৬ জুন এই লিগ খেলতে দেশ ছাড়ছেন তিনি।
সাকিবের দল জ্যামাইকা তালাওয়াহসের সময়সূচী:
০২ জুলাই – জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট কিটস (রাত ১০টা)
০৫ জুলাই – জ্যামাইকা তালাওয়াহস বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স (ভোর ৫টা)
০৮ জুলাই – জ্যামাইকা তালাওয়াহস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (ভোর ৫টা)
১২ জুলাই – জ্যামাইকা তালাওয়াহস বনাম বার্বাডোস ট্রাইডেন্টস (ভোর ৬টা)
১৬ জুলাই – জ্যামাইকা তালাওয়াহস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (ভোর ৬টা)
১৭ জুলাই – জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট কিটস (ভোর ৪টা)
১৯ জুলাই – জ্যামাইকা তালাওয়াহস বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স (ভোর ৬টা)
২১ জুলাই – জ্যামাইকা তালাওয়াহস বনাম বার্বাডোস ট্রাইডেন্টস (ভোর ৬টা)
৩০ জুলাই – জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট লুসিয়া জুকস (রাত ১০টা)
১ আগস্ট – জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট লুসিয়া জুকস (রাত ২টা)
Discussion about this post