আইপিএল খেলে এসে বিশ্রামের সুযোগ মিলেনি। ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে মাঠে নেমে পড়েন সাকিব আল হাসান। সেই ব্যস্ততা শেষ না হতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) কথা ভাবতে হচ্ছে এই অলরাউন্ডারকে।
জ্যামাইকা তালাওয়াসে খেলবেন এবার সাকিব। সিপিএলের খেলোয়াড় ড্রাফটে ১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে নিয়েছে দলটি। এই লিগ খেলতে তিনি দেশ ছাড়বেন ২৬ জুন।
এর আগে ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে সাকিব খেলেছিলেন বারবাডোজের ট্রাইডেন্টসের হয়ে। মাঝে বোর্ডের অনুমতি না মেলায় খেলা হয়নি।
তবে এবার নিয়মের মধ্যে হেটেছেন তিনি। অনাপত্তিপত্রের জন্য বিসিবির কাছে আবেদন করেন সাকিব। এরই মধ্যে অনুমতি মিলেছে। ২৬ জুন এমিরেটসের একটি ফ্লাইটে রাত ৮টায় ঢাকা থেকে ক্যারিবীয় দ্বীপে উড়াল দেবেন এই তারকা ক্রিকেটার।
জ্যামাইকার দলটিতে সাকিব তৃতীয় সর্বোচ্চ মূল্যমানের ক্রিকেটার। এই দলে সাকিবদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব বলে পরিচিত ক্রিস গেইল। এছাড়া আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, পেসার লাসিথ মালিঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং পাকিস্তানের ইমাদ ওয়াসিম।
বলা দরকার, সিপিএলের চতুর্থ আসরটি শুরু হবে আগামী ২৯ জুন।
Discussion about this post