আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে দুই সপ্তাহ আগে, তবে সাকিব আল হাসানের দল থেকে বাদ পড়ার প্রসঙ্গ এখনও চলছে। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। জানিয়েছেন, তাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাপারে বিসিবি কোনো যোগাযোগই করেনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় সাকিবকে স্কোয়াডে রাখা হয়নি। তখন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, সাকিব শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন, কারণ তার বোলিং নিষিদ্ধ ছিল। কম্বিনেশন ঠিক রাখতে গিয়ে তাই তাকে নেওয়া সম্ভব হয়নি।
কিন্তু বিসিবি থেকে সাকিবকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তবে যদি এই বিষয়ে (বিসিবি ও আমার মধ্যে) যোগাযোগটা ভালোভাবে করা হতো, তাহলে আমি খুশি হতাম।’
সাকিবের না থাকা বাংলাদেশ দলের জন্য কতটা ক্ষতিকর ছিল, সেটি বোঝা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থ হয় বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
সিনিয়র ব্যাটারদের মধ্যে শুধু নাজমুল হোসেন শান্ত একটি ম্যাচে রান পেয়েছিলেন। বাকিরা ছিলেন ব্যর্থ। তরুণদের ওপরই ভরসা করতে হয়েছে দলকে। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বোলিং নিষেধাজ্ঞায় ছিলেন সাকিব। তবে সম্প্রতি ইংল্যান্ডের বার্মিংহ্যামে বোলিং পরীক্ষায় পাস করেছেন তিনি। এখন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই।
Discussion about this post