কাজী সালাউদ্দিনের ক্যারিশম্যাটিক ইমেজের কাছে হেরে গেলেন ঢাকার ফুটবলের অখ্যাত কামরুল আশরাফ খান পোটন। টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হলেন এক সময়ের মাঠ কাঁপানো এই ফুটবলার। আগামী চারবছর তিনিই ফুটবলের সর্বোচ্চ সংস্থার বিগবস।
শনিবার রাজধানীর হোটেল র্যাডিসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে হারান সালাউদ্দিন। ১৩৪টি ভোটের মধ্যে সালাউদ্দিন পেয়েছেন ৮৩টি। বিপরীতে আশরাফ পেলেন ৫০ ভোট। একটি ভোট বাতিল হয়।
এর আগে ২০০৮ সালে সালাউদ্দিন প্রথমবারের মতো বাফুফের সভাপতি হন। ২০১২ সালে বিনা লড়াইয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি। ৬১ বছর বয়সী এই সাবেক ফুটবলার আরো চার বছরের জন্য মনোনয়ন পেলেন।
এদিকে নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন কাজী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ‘সম্মিলিত পরিষদ’ প্যানেলের কাজী নাবিল আহমেদ, বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মহী। এছাড়া অন্যটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাবিথ আওয়াল। সহ-সভাপতি পদে মোট প্রার্থী ছিলেন মোট ১০ জন।
Discussion about this post