ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ দাপটে এগিয়ে যাচ্ছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। একইসঙ্গে ব্যাটট হাতে ঝড় তুলছেন তাদের তারকা ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন। দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন তিনি। আর টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ফরহাদ রেজার দল। ব্রাদার্স উইনিয়নকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
বুধবার বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাটিংয়ে পাঠায় দোলেশ্বর। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২২৯ রান করে শাহরিয়ার নাফিসের দল। জবাবে ১১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় তারা। চার ম্যাচে এটি তৃতীয় হার ব্রাদার্সের।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স: ৫০ ওভারে ২২৯ (শাহরিয়ার ২৩, ইমরুল ৫৭, তুষার ৫৫, জাকির ২৯, উইলিয়ামস ৯, রুমান ১০, নূর আলম ৪, সাদিকুর ১৬*, সঞ্জিত ৩, ৩, আসিফ ১, নাবিল ৯; ফরহাদ ১/২৬, আল আমিন ২/৫১, নাসির ২/৪৯, সানজামুল ০/৩৬, রবি ২/২৪, চামারা ০/১১, রাহাতুল ১/২৯)।
দোলেশ্বর: ৪৮.১ ওভারে ২৩০/৩ (ইমতিয়াজ ১০০*, রনি ০, রকিবুল ৩২, চামারা ৪৬, নাসির ৪৮*; নাবিল ০/৩০, আসিফ ১/৬০, নূর আলম ১/৪৪, উইলিয়ামস ০/৫০, সঞ্জিত ০/৩৩, তুষার ১/১২)।
ফল: প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ইমতিয়াজ হোসেন।
এদিকে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে সাব্বির রহমান শেখ জামালের বিপক্ষে তুলে নিলেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি। ১১৩ রানে বড় জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নামে শেখ জামাল। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৮ রান তুলে প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে ৪৬.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২০৫ রান করে মাহমুদউল্লাহর দল।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৩১৮/৯ (মেহেদি ৩৫, শানাজ ৬৬, সাব্বির ১০০, নুরুল ৬৩, শুভাগত ১৯, তাইবুর ১৩, ইয়াসির ১১, রায়হান ০*, নাজমুল অপু ০; শফিউল ২/৬২, মুক্তার ০/৩৪, রহমান ০/৩৪, সোহাগ ০/৫৬, সাদাত ১/২৩, মেন্ডিস ১/৪২, মাহমুদউল্লাহ ৫/৬৬)।
শেখ জামাল: ৫৬.২ ওভারে ২০৫ (আব্দুল্লাহ ৯, মাহবুবুল ০, মার্শাল ৯, মাহমুদউল্লাহ ৩৭, মেন্ডিস ০, সাদাত ৭৬, সোহাগ ০, জাবিদ ১৫, মুক্তার ৪০, শফিউল ১৬, রহমান ০*; রুবেল ১/৯, নাজমুল অপু ৩/৩৬, শুভাগত ১/৩১, মনির ০/৩৬, সাব্বির ২/৩৫, রায়হান ৩/৫৭)।
ফল: প্রাইম ব্যাংক ১১৩ রানে জয়ী
ম্যাচসেরা: সাব্বির রহমান।
Discussion about this post