আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচে হেরে সিরিজ আগেই হারিয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টাইগাররা। এমন সময়ে দলের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের কণ্ঠে ভেসে উঠেছে দৃঢ়তা, আত্মবিশ্বাস আর নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।
আবুধাবিতে সিরিজের তৃতীয় ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিশাদ বলেন, ‘আসলে শেষ ম্যাচটা, যেহেতু ২ ম্যাচ হেরেছি, আমাদের সবার প্ল্যান এখন শেষ ম্যাচ জিতে দেশে ফিরে পরের সিরিজে কীভাবে ভালো করা যায় সেটা দেখা।” তরুণ এই স্পিনার জানিয়ে দেন-হাল ছাড়তে রাজি নন কেউই।
বাংলাদেশ দলের দীর্ঘদিনের ব্যাটিং সমস্যা আবারও সামনে এসেছে আফগানিস্তান সিরিজে। মাঝের ওভারে উইকেট হারিয়ে বারবার চাপে পড়ছে দল। এ প্রসঙ্গে রিশাদ বলেন, ‘খারাপ দল ভালো দল না আসলে। আমরা সবাই ভুল করেছি। দল হিসেবে খারাপ সময় যাচ্ছে। আলোচনা হচ্ছে দলে কীভাবে এটা নিয়ে কাজ করব, কীভাবে সামনের দিকে যাচ্ছি। সবাই সবার দিক থেকে ১১০% দিচ্ছে। আশা করছি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসব।’
প্রতিপক্ষের শক্তি নয়, নিজের ভুল নিয়েই ভাবছেন রিশাদ, ‘প্রতিপক্ষের বোলার কেমন করছে সেটা আমাদের ভাবার বিষয় না। সবাই একটু একটু ভুল করছি দল হিসেবে। চেষ্টা করছি ভুলটা কীভাবে রিকোভার করা যায়। আশা করছি তাড়াতাড়ি ফিরে আসব।’
সাম্প্রতিক সময়ে একাধিক সিনিয়র ক্রিকেটারের ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর বাংলাদেশ দল কিছুটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সময়টাকে নতুন যাত্রার শুরু হিসেবে দেখছেন রিশাদ, ‘আসলে এটা নিয়ে সেরকম কিছু বলার নেই। একটা নিউ জার্নিতে যাচ্ছি। এই সময়ে সবার সাপোর্ট বা বিশ্বাস থাকলে বেটার কিছু করব ইনশাআল্লাহ।’
বর্তমান ব্যর্থতাকে তিনি দেখছেন শেখার অংশ হিসেবে, ‘হতে পারে এখন ব্যাকফুটে আছি। সামনে ভালো কিছু করার জন্য লার্নিং প্রসেস হতে পারে। সামনে অনেক খেলা আছে, বিশ্বকাপ আছে। ম্যাচ ধরে ধরে চিন্তা করছি। সবাই চেষ্টা করছে সবার জায়গা থেকে ১০০% দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আশা করা যায়, খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা বের হয়ে আসব।’
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণ নিয়েও রয়েছে শঙ্কা, তবে রিশাদ তাতে বিচলিত নন, ‘আমরা এতকিছু চিন্তা করছি না। সবার ১০০% বিশ্বাস আছে আমরা সরাসরি বিশ্বকাপে খেলব ইনশাআল্লাহ। বড় দল ছোট দল চিন্তা করছি না। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেদিন একসাথে ক্লিক করবে, ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ।’
শেষ ম্যাচে মাঠে নামার আগে রিশাদের এই আত্মবিশ্বাসই এখন দলের ভরসা। তিনি বলেন, ‘এটা তো কোচিং স্টাফের ব্যাপার। কোচরা আলোচনা করছেন। আমরা সবাই চেষ্টা করছি নিজেদের সেরাটা দিতে, ভুলগুলো ঠিক করতে। সামনে কীভাবে ভালো করা যায়, সেই ভাবনাতেই আছি।’
আজ ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় আবুধাবিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। তবে টাইগারদের একটাই লক্ষ্য-রিশাদের মতোই প্রত্যয়ে ভর করে জয় নিয়ে দেশে ফেরা।
Discussion about this post