ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এক সময় জয়জয়কার ছিল সাকিব আল হাসানের। গোটা বিশ্ব থেকেই প্রস্তাব আসতো তার কাছে। সেই দিন ফুরিয়েছে। সময় এখন রিশাদ হোসেনের। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ডাক পেয়েছেন তিনি। সেই সুখবর মিলিয়ে যাওয়ার আগেই এবার জিম আফ্রো টি-১০ লিগের দ্বিতীয় আসরে দল পেলেন বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হোসেন।
ড্রাফটের আগে সরাসরি সই করিয়ে তাকে দলে নিয়েছে হারারে বোল্টস। এই টুর্নামেন্টের ড্রাফট হবে রোববার। তার আগেই পেলেন দল। এই সেপ্টেম্বরেই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পান রিশাদ।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার এখন পাচ্ছেন রিশাদ। যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নেন তিনি।
টি-টেনের এবারের আয়োজনে দেখা যাবে ডেভিড ওয়ার্নার, কার্লোস ব্রাফেট, ক্রিস লিনের। গত বছরের জুলাইয়ে এই টুর্নামেন্টের প্রথম আসর বসে। এবার ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর হবে মাঠের লড়াই। সবগুলো ম্যাচ হারারাতে।
জিম আফ্রো টি-১০ লিগে গত আসরে খেলেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
Discussion about this post