এবার ঘরোয়া ক্রিকেটে দল প্রত্যাহার বা অনিয়মিত অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা প্রিমিয়ার ডিভিশনসহ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর অধীনে থাকা সব লিগের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে বোর্ড। আগামী মৌসুম থেকেই এই বিধান কার্যকর হবে বলে সোমবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, কোনো দল লিগে অংশ না নিলে বা প্রতিযোগিতা শুরুর পর দল প্রত্যাহার করলে সেই দলকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে। একই সঙ্গে দলটি স্বয়ংক্রিয়ভাবে অবনমিত হবে এবং চলমান লিগে ফেরার কোনো সুযোগ পাবে না।
প্রত্যাহারের আগে যে ম্যাচগুলো খেলেছে দলটি, সেসব ম্যাচে প্রতিপক্ষ দল পূর্ণ পয়েন্ট পাবে, ম্যাচের আসল ফলাফল যেমনই হোক না কেন। আর বাকি সূচিতে দলটির বিপক্ষে নির্ধারিত ম্যাচগুলোতেও স্বয়ংক্রিয়ভাবে প্রতিপক্ষের ঝুলিতে যাবে পূর্ণ পয়েন্ট।
তবে লিগ শুরু হওয়ার আগে যেসব ক্লাব আনুষ্ঠানিকভাবে জানাবে যে তারা অংশ নিচ্ছে না, তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।
বিসিবি আরও জানিয়েছে, যদি একই মৌসুমে দুই বা তার বেশি দল এই নিয়মের কারণে অবনমিত হয়, তাহলে সে মৌসুমে আলাদা করে রিলিগেশন লিগ অনুষ্ঠিত হবে না। এরপর ২০২৬–২৭ মৌসুমে কতটি দল উন্নীত হবে, তা নির্ধারণ করবে সিসিডিএম-অবনমিত দলের সংখ্যার ওপর ভিত্তি করে।
বোর্ডের বিশ্বাস, নতুন এই বিধান ঘরোয়া ক্রিকেটের কাঠামোকে আরও শৃঙ্খল ও প্রতিযোগিতামূলক করবে। বিসিবি মনে করে, অনেক সময় ক্লাবগুলো মাঝপথে দল প্রত্যাহার করে নেওয়ায় লিগের ভারসাম্য নষ্ট হয় এবং প্রতিযোগিতার মান কমে যায়। তাই এই কড়াকড়ি প্রয়োগ মাঠের লড়াইয়ে ধারাবাহিকতা ও দায়িত্বশীলতা বাড়াবে বলেই আশা বোর্ডের।









Discussion about this post