অকল্যান্ডের ইডেন পার্কে রীতিমতো ব্যাট হাতে সুনামি বইয়ে দিলেন মার্টিন গাপটিল এবং কলিন মুনরো। শ্রীলঙ্কার ১৪৩ রানের জবাব দিতে নেমে ১০ ওভার ও ৯ উইকেট হারিয়ে পৌঁছে গেলেন লক্ষ্যে।
রোববার নিউজিল্যান্ডের হয়ে টি-টুয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন গাপটিল। কিন্তু তার সেই রেকর্ড ২০ মিনিট টিকতে দিলেন মুনরো। গাপটিল ১৯ বলে টি-টুয়েন্টি ফিফটি গড়েন। এর কিছুক্ষণ পরই মুনরো মাত্র ১৪ বলে ফিফটি করে কিউইদের পক্ষে ২০ ওভারের ক্রিকেটে গড়েন দ্রুততম ফিফটি।
এটি আন্তর্জাতিক ক্রিকেটে কিউইদের হয়ে দ্রুততম। আর টি-টুয়েন্টি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। ১চার ও ৭ছয়ে ১৪ বল ৫০ রানে অপরাজিত থাকেন মুনরো।
ভারতের মহা তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের রেকর্ড একটুর জন্য ভাঙ্গেনি। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে মাত্র ১২ বলে ফিফটি করেন যুবি।
Discussion about this post