পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরেই মাঠ মাতাবেন বাংলাদেশের তিন সেরা তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান। করাচি কিংস নিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সোমবার পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ‘প্লাটিনাম’ গ্রুপে থাকা এই ক্রিকেটারকে ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে কিনেছে করাচি। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি টাকার কিছু বেশি।
পেশোয়ার জালমি কিনে নিয়েছে টাইগারদের আরেক তারকা তামিম ইকবালকে।
গোল্ড ক্যাটাগরিতে থাকা এই ব্যাটসম্যান পাবেন ৫০ হাজার ডলার।
বাংলাদেশের তরুন তুর্কী মুস্তাফিজুর রহমানকে নিয়েছে লাহোর কালান্দার্স। তার মুল্যও ৫০ হাজার ডলার।
তবে কেউ কিনেনি মুশফিকুর রহীম, সৌম্য সরকারকে।
আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ৫ দলের পিএসএল টুর্নামেন্ট। ২৩ ফেব্রুয়ারি ফাইনাল। খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে।
প্লাটিনাম ক্যাটাগরির কে কোন দলে-
করাচি কিংস: সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর
পেশোয়ার জালমি: শহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি
ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক
লাহোর কোয়াল্যান্ডার্স: ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ
Discussion about this post