প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসলো পাকিস্তান। বৃষ্টির উৎপাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের পোর্ট অব স্পেন টেস্ট ড্র হওয়ায় মিসবাহ উল হকের দল পেল সাফল্যের চূড়া। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পোর্ট অব স্পেন টেস্ট বৃষ্টির কারণে ড্র হওয়ায় চূড়ায় ওঠে পাকিস্তান।
ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজ ২-২ এ ড্র করে পাকিস্তান। শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। তাতে এক ধাপ এগিয়ে দুইয়ে ওঠে পাকিস্তান। অন্যদিকে হোয়াইটওয়াশ হওয়া অস্ট্রেলিয়া বিরাট কোহলির ভারতকে শীর্ষে তুলে দেয়। সপ্তাহ না পেরুতেই পাকিস্তানের কাছে শীর্ষস্থান হারাল বিরাট কোহলির দল।
২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে টেস্ট র্যাঙ্কিংয়ের প্রচলন হয়। এবারই প্রথম নাম্বার ওয়ান হল তারা।
বাংলাদেশের সামনে টেস্ট র্যাঙ্কিংয়ের উন্নতি ঘটানোর দারুণ সুযোগ রয়েছে। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ (৬৭) বাংলাদেশের (৫৭) চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছে। ক্যারিবিয়দের বাজে পারফরম্যান্স যদি অব্যাহত থাকে আর বাংলাদেশ টেস্ট সিরিজে ভালো করতে পারে তবে আট নম্বরে উঠতে পারবে টাইগাররা।
আইসিসির টেস্ট র্যাঙ্কিং:
পাকিস্তান (১১১ পয়েন্ট)
ভারত (১১০)
অস্ট্রেলিয়া (১০৮)
ইংল্যান্ড (১০৮)
নিউজিল্যান্ড (৯৯)
শ্রীলঙ্কা (৯৫)
দক্ষিণ আফ্রিকা (৯২)
ওয়েস্ট ইন্ডিজ (৬৭)
বাংলাদেশ (৫৭)
জিম্বাবুয়ে (৫)
Discussion about this post