ট্রফি জেতার মিশনে বাংলাদেশে এসেছে দুই দল। শুরুটাও তাদের হয়েছে ঠিক ফেভারিটেরই মতো। পাকিস্তান ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৯ রানে হারিয়েছে ভারতীয় অনুর্ধ্ব-১৯ দল।
দুইবারের চ্যাম্পিয়ন বলে কথা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বৃহস্পতিবার নিজের দাপট দেখিয়ে দিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। তারা মাত্র ১২৬ রানে অলআউট হয়ে যায়। তারিক সর্বোচ্চ ৫৩ রান করেন। করিম জানাত ২৭ রান করেন।
পাকিস্তানের সাদাব ৪টি এবং মুহসিন শিকার করেন তিনটি উইকেট।
জবাব দিতে নেমে ৩১.৩ ওভারেই ৪ উইকেট লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
জিসান মালিক সর্বোচ্চ ২৯ রান করেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ‘বি’ গ্রুপে খেলছে পাকিস্তান ও আফগানিস্তান। সঙ্গে আছে শ্রীলঙ্কা ও কানাডা।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ২৬৮ রান। সরফরাজ ৭০ বলে ৭টি চারে করেন ৭৪ রান। ওয়াশিংটন করেন ৭১ বলে ৬২ রান। রিকি বুই ৩৯।
জবাব দিতে নেমে অলআউট হয়ে ১৮৯ রান তুলে অস্ট্রেলিয়ার বদলে খেলতে আসা আয়ারল্যান্ড। ৩টি উইকেট তুলে নেন রাহুল বাথাম।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ ‘ডি’ ভারত, আয়ারল্যান্ডের সঙ্গে আছে নিউজিল্যান্ড ও নেপাল।
Discussion about this post