ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট মিশনের আগে ব্যাটসম্যানরা ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে পারলেও হতাশ হলেন বোলাররা। বৃষ্টিতে সব এলোমেলো হয়ে গেল। বোলিংয়ের শুরুটা করেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ১২ ওভার পরই সফরকারী বোলারদের প্রস্তুতিতে আক্ষেপ বাড়িয়ে শুরু হয় মুষুলধারে বৃষ্টি। শেষ পর্যন্ত বল আর গড়ায়নি মাঠে। তাইতো টেস্টের মূল লড়াইয়ে আগে কিছুটা হলেও ঘাটতি থেকে গেল বাংলাদেশ দলের।
অথচ আগের দিন চার হাফসেঞ্চুরিতে দুর্দান্ত ব্যাটিং অনুশীলন করেছিল বাংলাদেশ। দল তুলেছিল ৪১১ রান। আর রোববার লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড একাদশ ২ উইকেটে তুলে ৫৭ রান তুলতেই নেমে আসে বৃষ্টি। মুস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন নেন ১টি করে উইকেট।
বৃষ্টির কারণে বোলাররা ঠিকমত প্রস্তুতি নিতে না পারলেও, নিউজিল্যান্ডের কন্ডিশনে বিশেষ করে টেস্ট ভাল কিছু পেতে পেসারদের দায়িত্ব নিতে বলেছেন কোর্টনি ওয়ালশ। বাংলাদেশের বোলিং কোচ বলেন, ‘আমরা জানতাম যে বৃষ্টি হবে। তাই আমাদের চেষ্টা ছিলো অনুশীলনেই সব গুছিয়ে নেয়ার। তবু ম্যাচে দুইটি ভালো স্পেল অনুশীলনের চেয়েও বেশি কার্যকর। আমরা হতাশ যে সুযোগটা পেলাম না। এখন আমাদের অপেক্ষা করতে হবে টেস্ট ম্যাচের জন্য। তবে তার আগে স্কিল নিয়ে কাজ করে যাবো।’
নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে টাইগারদের পেস আক্রমণ বেশ অনভিজ্ঞ। অভিষেক হয়নি ইবাদত হোসেন চৌধুরীর। বাকি তিন পেসার মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ এবং আবু জায়েদ রাহী মিলে খেলেছেন মাত্র ১৬ টেস্ট। এ অবস্থায় ওয়ালশ বলেন, ‘আমার বার্তা একটাই, ধারাবাহিকতা, ধারাবাহিকভাবে ভালো জায়গায় যতো বেশি সম্ভব বোলিং করা যায়। আমরা এটি নিয়ে অনুশীলনে অনেক কাজ করেছি। তবে হতাশার ব্যাপার হলো বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচে দেখা হলো না বোলাররা কতোটা কাজে লাগাতে পারছে।’
বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু বৃহস্পতিবার, হ্যামিল্টেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস : ৪১১
নিউজিল্যান্ড একাদশ ১ম ইনিংস : ১২ ওভারে ৫৭/২ (ফ্লেচার ৪৩, বুলা ০, পপলি ১২*, ম্যাকক্লিউর ০*; মুস্তাফিজ ৫-২-৯-১, আবু জায়েদ ৩-০-৩৪-০, খালেদ ৩-০-৮-০, ইবাদত ১-০-৪-১)।
Discussion about this post