স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে নেইমারের গোলে হার এড়াল বার্সেলোনা। ডেভিড ভিয়ার গোলে পিছিয়ে পড়ার পর বদলি নেইমারের দারুণ এক গোলে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। বার্সার হয়ে প্রতিযোগিতামুলক ম্যাচে এই প্রথম গোল পেলেন নেইমার। বুধবার দ্বিতীয়ার্ধে নেইমারকে বদলি হিসেবে মাঠে নামান কোচ জেরার্ডো মার্টিনো।
ম্যাচের ১২ মিনিটেই সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে চমৎকার ভলিতে গোল করে কোপা দেল রে চ্যাম্পিয়ন আতলেতিকোকে এগিয়ে নেন ভিয়া। নতুন ক্লাবের হয়ে ভিয়ার এটি প্রথম গোল।
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা এরপর আক্রমণে গেলেও সমতায় ফেরার জন্য তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারছিল না। লিওনেল মেসিকে আটকে রাখে প্রতিপক্ষের ফুটবলাররা। পরে বাঁ পায়ের উরুতে চোট পাওয়ায় বিরতির সময় চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।
দ্বিতীয়ার্ধে পেদ্রোর জায়গায় মাঠে নামার সাত মিনিটের মধ্যেই সাফল্য পান নেইমার। দানি আলভেজের ভাসানো ক্রসে মাথা ছুঁইয়ে ৬৬ মিনিটে দলকে সমতায় ফেরান ২১ বছর বয়সী এ ব্রাজিলয়ান তারকা।
ফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২৮ আগষ্ট। সেখানে যারা জিতবে তাদেরই হবে সুপার কাপ।
Discussion about this post