আইসিএল, ফর্মহীনতা আর কিছু ভুল সিদ্ধান্তে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছিল তার। যে ক্রিকেটারটিকে বলা হচ্ছিল ভবিষ্যত অধিনায়ক তিনিই কীনা শুধু ঘরোয়া ক্রিকেটেই ছিলেন। সেই অনিশ্চয়তা কাটিয়ে জাতীয় দলে ফিরলেও নিয়মিত হতে পারেন নি। প্রায় তিন বছর হল টাইগারদের জার্সি গায়ে উঠছে না শাহরিয়ার নাফীসের
কিন্তু শিগগিরই সেই সুযোগটা মিলেও যেতে পারে। কেননা, দুঃসময় কাটিয়ে ফের রানে ফিরেছেন এই ব্যাটসম্যান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নিজেকে এই বাঁ-হাতি দারুণ লড়ছেন। আর তাইতো বিপিএলের চতুর্থ আসরের প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে নাফীস। চার ম্যাচে বরিশাল বুলসের এই ক্রিকেটারের রান ১৮৪। বরিশাল বুলসের হয়ে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন তিনি।
বিপিএলের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৫৫ রান করেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১ রানে অপরাজিত থাকলেও রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে যথাক্রমে করেন ৬৩ ও ৬৫ রান।
বিপিএলের প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকে এরপরই আচেন সতীর্থ মুশফিকুর রহিম। চার ম্যাচে তার সংগ্রহ ১৭৪। তৃতীয় অবস্থানে আছেন মেহেদি মারুফ। ঢাকা ডায়নামাইটসের এ ব্যাটসম্যান করেছেন ১৭০ রান। রাজশাহী কিংসের সাব্বির রহমান এক ইনিংস কম খেলেও ১৫৭ রান করেন। ৬১ বলে ১২২ রান করেন তিনি। যা কীনা বিপিএলের ইতিহাসে ব্যাক্তিগত সর্বোচ্চ স্কোর।
বিপিএলের প্রথম পর্বে সর্বোচ্চ রান সংগ্রাহক
শাহরিয়ার নাফিস (বরিশাল বুলস) – ১৮৪ রান
মুশফিকুর রহিম (বরিশাল বুলস) – ১৭৪
মেহেদি মারুফ (ঢাকা ডায়নামাইটস) – ১৭০
সাব্বির রহমান (রাজশাহী কিংস) – ১৫৭
তামিম ইকবাল (চিটাগং ভাইকিংস) – ১৪৩
# শীর্ষ ৫ জন।
Discussion about this post