বেচারা মুস্তাফিজুর রহমান। একইদিনে মিশ্র অনুভূতি হল। নিশ্চিত হয়ে গেলেন খেলতে পারছেন না পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার ব্যাপারে সবুজ সংকেত পেয়ে গেলেন মুস্তাফিজ।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে বললেন, ‘পিএসএলে মুস্তাফিজের খেলার কোন সম্ভাবনা নেই। প্রয়োজনে জরিমানা দেয়া হবে।’
মুস্তাফিজ যে পিএসএলে খেলতে পারছেন না সেটা চলতি মাসের প্রথম সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তরুন এই পেসারের ফিটনেসের কথা ভেবেই সিদ্ধান্তটা নিয়েছিলেন তিনি।
এইতো সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন কাটার খ্যাত এই পেসার। এরপর থেকেই আছেন বিশ্রামে।
২৪ ফেব্রুয়ারি শুরু এশিয়া কাপ ক্রিকেট। টি-টুয়েন্টি ফরম্যাটের এই আসরে তাকে দলে চায় টিম ম্যানেজম্যান্ট। এই টুর্নামেন্ট শেষে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বিশ্রামের কোন সুযোগই যেন নেই!
বলা দরকার, পিএসএলে লাহোর কালান্দার্স কিনে নিয়েছিল মুস্তাফিজকে। আর আইপিএলে মুস্তাফিজের ফ্লোর প্রাইস ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৫৮ লাখ টাকা।
Discussion about this post