মুস্তাফিজুর রহমানকে নিয়ে কোন সুখবর নেই। ছুরির নিচে যেতেই হচ্ছে বাংলাদেশের এই তারকা বোলারকে। এরপর মাঠে ফিরতে অপেক্ষা কমপক্ষে ৬ মাসের। আপাতত ইংল্যান্ডেই চিকিৎসা চলবে কাটার মাস্টারের। সেখানে অবশ্য তার কাউন্টি ক্লাব সাসেক্স চিকিৎসার পুরো খরচ বহন করতে রাজি আছে।
মুস্তাফিজের এমন ইনজুরি পাশে থাকছে তার সতীর্থরা। সবাই সাহস দিয়ে যাচ্ছেন কাটার মাস্টারকে। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শেষে মুস্তাফিজ বন্দনায় মাতলেন এনামুল হক বিজয়। বললেন, ‘দেখুন, মুস্তাফিজ অবশ্যই ভাগ্যবান। বিসিবি ওকে সব সময় দেখে রাখবে। আলাদা ট্রেনার, ফিটনেস, ডাক্তার রেখে ওকে জলদি ফিরিয়ে আনবে। যেভাবে আমাকেও শতভাগ সহায়তা করেছে বিসিবি। মুস্তাফিজকে কেবল মানসিকভাবে একটু শক্ত থাকতে হবে। তার মতো একজন ট্যালেন্ট হয়তো কোনো যুগে একজনই জন্মায়।’
একইসঙ্গে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দ্য ফিজের প্রতি শুভকামনা ছিল এনামুলের। সাসেক্সে খেলতে গিয়ে চোটে পড়া মুস্তাফিজ এই সপ্তাহেই ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াতে তাকে শল্যবিদের পরামর্শ নিতে পারেন।
এদিকে এনামুল এখন জাতীয় দলে ফেরার মিশনে আছেন। ইংল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত দলে জায়গা করে নিতে করে যাচ্ছেন ঘাম ঝরানো অনুশীলন। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা আসবে ইংলিশ ক্রিকেট দল।
Discussion about this post