ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স থেকে হঠাৎ মুক্তি পাওয়ার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লেখালেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন পিএসএলের নতুন মৌসুমে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে বাঁহাতি এই পেসারকে স্বাগত জানানো হয়।
পিএসএলের পক্ষ থেকে প্রকাশিত বার্তায় বলা হয়, নতুন যুগে ব্যাটসম্যানদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, কারণ ‘ফিজ’ যোগ দিচ্ছেন লিগে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট, ১১৬টি ওয়ানডে ও ১২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মুস্তাফিজের অভিজ্ঞতা পিএসএলের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
এর ঠিক দুই দিন আগে কলকাতা নাইট রাইডার্স জানায়, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানায়, বিসিসিআই ও আইপিএলের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন মৌসুমের আগেই এই পরিবর্তন আনা হয়েছে।
মুস্তাফিজকে ঘিরে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ইস্যু তুলে ধরে বোর্ড জানায়, তারা ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পেছনের কারণ স্পষ্ট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে এসেছে এবং বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন তোলা হয়েছে। এর আগেই বাংলাদেশের সরকার আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দেয়।










Discussion about this post