মাশরাফির পথে মুস্তাফিজকে হাটতে দিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিয়ারের শুরুতে মহা ভুল করেছিলেন ম্যাশ। অতিরিক্ত ক্রিকেট খেলতে গিয়ে পড়েছিলেন ইনজুরিতে। তার মাশুল এখনো গুনছেন টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক। তাইতো তরুন মুস্তাফিজুর রহমানকে নিয়ে সতর্ক বিসিবি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এই পেসারকে দিতে চায় না তারা।
নিলামে মুস্তাফিজকে নিয়েছে লাহোর কালান্দার্স। তাতে তিনি পাবেন ৫০ হাজার ডলার।
চোট-শঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বোর্ড। তাছাড়া এই পেসারের বয়স কম। আবার শরীরটাও এখনো তেমন ফিট হয়ে উঠেনি। এর মধ্যে অতিরিক্ত চাপ ক্ষতির কারণও হতে পারে।
সেক্ষেত্রে মুস্তাফিজকে ক্ষতিপূরন দেয়া হবে কীনা তা জানায় নি বোর্ড।
Discussion about this post