ভারতের কাছে সেই এক রানে হারের দুঃখটা এখনো নিশ্চয়ই তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। না হলে মুশফিকুর রহীম কেন এমন কান্ড করবেন! ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে ভারতের হারের পরই মুশফিক টুইট করেন। নিজের ভেরিফাইট টুইটার পেইজে সেখানে লিখেন, ‘‘একেই বলে আনন্দ…এবারে আমি শান্তিতে ঘুমোতে পারব।’’
তার এমন পোস্ট দেখে চমকে যান অনেকেই। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এটা ঠিক শালীনভাবে নেয়নি। কেননা, মুশফিক এখনো বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক। কোড অব কন্ডাক্ট বলে একটা ব্যাপার অবশ্যই আছে। তার এমন টুইট নিয়ে বিসিবি কর্তারাও বিরক্তি জানাতেই ভুল শুধরে নেন মুশফিক।
আগের টুইট মুছে ফেলে টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক এরপর লিখেন, ‘‘কিছু কঠিন শব্দ ব্যবহার করার জন্য দুঃখিত। আসলে আমি ওয়েস্ট ইন্ডিজের একজন বড় সাপোর্টার।’’
পুরো ব্যাপারটা নিয়ে সরগরম ছিল ভারতের সংবাদমাধ্যমওঅ তারা বিষয়টা ভালভাবে নেয় নি!
Discussion about this post