অবশেষে ‘হাফসেঞ্চুরি’ হয়েই যাচ্ছে মুশফিকুর রহীমের। তবে সেটা বড্ড দেরিতে। ১১ বছর পর এসে টেস্ট ক্রিকেটে অর্ধশততম ম্যাচের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে টাইগার অধিনায়ককে। শুক্রবার মিরপুরের হোম অব ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকে ৫০তম ম্যাচ খেলতে নামবেন মুশফিক।
২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ন ভেন্যু লর্ডসে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামেন মুশি। তারপর ১১ বছর কেটেছে। কিন্তু ক্যারিয়ারের হাফসেঞ্চুরিতম টেস্ট হচ্ছিল না। অবশ্য বাংলাদেশই যে অভিজাত অঙ্গনে অনিয়মিত হয়ে গেছে। এই ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ ১৪ মাস পর চট্টগ্রামে টেস্ট খেলতে নামে টাইগাররা।
হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুলের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অঙ্গনে ৫০তম ম্যাচ খেলতে যাচ্ছেন মুশি। সেই অর্জনের সামনে দাঁড়িয়ে এই অধিনায়ক বলছিলেন, ‘সব মিলিয়ে অবশ্যই ভালো লাগছে। সত্যি বলতে কী বাংলাদেশের ক্রিকেটার হয়ে ৫০তম টেস্ট খেলা অনেক বড় ব্যাপার। এই ম্যাচে নিজে ভালো করার পাশাপাশি চেষ্টা থাকবে দলও যেন ভালো খেলে।’
টেস্টের পথচলায় এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানই টাইগারদের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। যা ২০১৩ সালে করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। অবশ্য নিয়মিত খেলতে পারলে আরো অর্জন যোগ হতো ক্যারিয়ারে। কিন্তু হয়নি।
Discussion about this post