শবে বরাত একটি পুণ্যময় রজনী। শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। ভাব-গাম্ভীর্যে আর ধর্ম চর্চায় এই রাতটি পালন করছে বাংলাদেশের ধর্ম প্রান মুসলমানরা। রাত জেগে ইবাদত-বন্দেগি, জিকির, মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তেলাওয়াতে মশগুল সবাই। রোববার রাতের এমন পবিত্র আবহে সামিল হলেন ক্রিকেটাররাও।
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম এমনিতেই ধর্মপ্রান। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ”আজকের রাত আমাদের সবার জন্য অনেক মূল্যবান কারণ এই রাত হল আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার একটি বিরাট সুযোগ। দোয়া করি যেন আল্লাহ্ আমাদের সবাইকে ক্ষমা করে দেন ও সামনের দিনগুলোও যেন সুন্দর হয়ে ওঠে। সব কিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”
সঙ্গে একটি ছবি পোস্ট করেন মুশফিক। যাতে ছিল আল্লাহ’র বানী।
এর আগে মুশফিক ঘূর্নিঝড়ে মারা যাওয়া আর ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানালেন। তিনি লেখেন, ”ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আল্লাহ্ যেন তাদের বেহেশত নসিব করেন। তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই।”
Discussion about this post