৫০ ওভারের ক্রিকেট যে টি-টুয়েন্টির ভীড়ে হারিয়ে যাবে না সেটা আরো একবার দেখা গেল। নাটকীয়তায় ঠাসা ম্যাচ দেখা যাচ্ছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। এই যেমন মঙ্গলবার রোমাঞ্চকর লড়াইয়ে ইনিংসের শেষ বলে আবাহনীকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল শেখ জামাল।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে তামিমের দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান করে আবাহনী লিমিটেড। জবাব দিতে নেমে ইনিংসের শেষ বলে মুক্তার ছক্কা হাঁকালে ৪ উইকেট হাতে রেখেই রোমাঞ্চকর জয় পায় শেখ জামাল।
প্রথম ম্যাচে তিনি করেছিলেন ৭৮ রান। এবার মাহবুব ১১০ বলে ১৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন। মার্শাল আইয়ুব ৪৭ ও নাজমুস সাদাত করেন ৩৩ রান। তবে ২ বলে ৭ রান করে শেষ দিকে নায়ক বনে যান মুক্তার।
আবাহনীর হয়ে সাকলাইন সজীব ও নাজমুল হোসাইন শান্ত দুটি করে উইকেট নেন। তাসকিন নেন একটি উইকেট।
এর আগে তামিম (৯০), উদয় কাউল (৬৩), নাজমুল হোসাইন (৫২) ও মোসাদ্দেক হোসাইনের (৪৬) দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৫০ ওভারে ২৮৭/৪ (তামিম ৯০, অভিষেক ২১, লিটন ৫, উদয় ৬৩, শান্ত ৫২*, মোসাদ্দেক ৪৬*; শফিইল ০/৫৪, মনিরুজ্জামান ১/২৬, মুক্তার ১/৬৫, সোহাগ ১/৪৫, মাহমুদউল্লাহ ১/৬৩, সাদাত ০/১৪, পেরেরা ০/১৯)।
শেখ জামাল: ৫০ ওভারে ২৮৯/৬ (জয়রাজ ২৬, মাহবুবুল ১৩০, মার্শাল ৪৭, মাহমুদউল্লাহ ২৭, সাদাত ৩৩, পেরেরা ৬, সোহাগ ১*, মুক্তার ৭*; তাসকিন ১/৬৪, আবুল হাসান ০/৫১, সাকলাইন ২/৫১, জুবায়ের ০/৩৭, তাপস ০/৭, মোসাদ্দেক ০/৩৬, শান্ত ২/৩৯)।
ফল: শেখ জামাল ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মাহবুবুল করিম।
Discussion about this post