ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে চরম উত্তেজনা ছড়ালো চতুর্থ রাউন্ডের খেলায়। আজ শিরোপার লড়াইয়ে টিকে থাকতে দুই বলে প্রয়োজন ছিল ৭ রান। স্ট্রাইকার প্রান্তে ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নাসুম আহমেদ। আবাহনী লিমিটেডের ভক্তরা তখন হয়তো শিরোপা উৎসবের প্রস্তুতিই নিচ্ছিলেন। তবে নাসুম তাদের স্বপ্নভঙ্গ করলেন।
ওভারের পঞ্চম বলে পারভেজ জীবনকে দারুণ এক ছক্কায় উড়িয়ে দেন নাসুম। এরপর শেষ বলে নেন এক রান। তার ব্যাটেই গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল মোহামেডান। ফলে সুপার লিগের শেষ ম্যাচেই নির্ধারিত হবে কার হাতে উঠবে এবারের ডিপিএলের ট্রফি।
এদিন মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১০ উইকেট হারিয়ে তোলে ২৩৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেও মাঝপথে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান। এক সময় মনে হচ্ছিল ম্যাচ হাতছাড়া হয়ে যাবে তাওহিদ হৃদয়ের দলটির। তবে শেষ দিকে নাসুম আহমেদের দৃঢ়তায় ৪৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা।
দিনের অন্য ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে আগেই নিজেদের কাজ শেষ করেছিল আবাহনী লিমিটেড। টসে হেরে প্রথমে ব্যাট করে রূপগঞ্জ করে ২২৫ রান। আবাহনীর হয়ে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত দুর্দান্ত বোলিং করে নেন ৪ উইকেট। এরপর পারভেজ ইমন (৭৩) ও জিশান আলমের (৬৩) ব্যাটে ৩৭.৩ ওভারে জয় নিশ্চিত করে আবাহনী।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহামেডানের কাছে হেরে আবাহনী ও মোহামেডান সমান পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠেছিল। তবে সুপার লিগে প্রথম ম্যাচেই লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরে ব্যাকফুটে চলে যায় মোহামেডান। অপরদিকে আবাহনী এখনো অপরাজিত।
চতুর্থ রাউন্ডের পর দুই দলেরই সমান সম্ভাবনা তৈরি হয়েছে। সুপার লিগের শেষ ম্যাচে আবাহনী-মোহামেডান মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। সেখানে আবাহনী জয় পেলে সরাসরি চ্যাম্পিয়ন হবে। আর মোহামেডান জিতলে শিরোপার হিসাব নির্ভর করবে নেট রান রেটের ওপর।
Discussion about this post